যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারি না : পররাষ্ট্রমন্ত্রী

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ৯:৫৮ পূর্বাহ্ণ

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পরামর্শকে ‘গুরুত্ব’ সহকারে নিলেও সরকার দেশের ‘বাস্তবতা’ অনুযায়ী কাজ করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিদেশিদের ‘থাবা’ আসার বিষয়ে সিইসির বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নে গতকাল সোমবার মোমেন বলেন, আমি বক্তব্যটা শুনি নাই। তবে এটা তো সত্য যে, মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি, আমরা তাদেরকে ইগনোর করতে পারি না। আমরা করিও না, করার ইচ্ছাও আমাদের নাই। এজন্য আমরা তাদের পরামর্শকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করি। তবে আমাদের দেশের একটা বাস্তবতা আছে, সেই অনুযায়ী আমরা কাজ করি। খবর বিডিনিউজের।

দ্বাদশ সংসদ নির্বাচনে ‘বাইরের থাবা এসেছে’ মন্তব্য করে গতকাল সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ বাঁচাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে, এর কোনো বিকল্প নেই। ভোট আয়োজনের নানা পদক্ষেপের মধ্যে ‘বিদেশিদের হস্তক্ষেপ ও তৎপরতা দুঃখজনক বাস্তবতা’ বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।

৭ জানুয়ারির নির্বাচনের প্রস্তুতির মধ্যে সিইসির এসব বক্তব্য নিয়ে আলোচনার মধ্যে সেটা নিয়ে প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি বলেন, বাস্তবতার নিরিখে তারা যদি কিছু প্রস্তাব দেয়, তাদের সাথে আমরা ধারাবাহিক সম্পৃক্ততা, যোগাযোগ রেখেছি। ভালোমন্দ আমরা তাদের বলি এবং তারাও আমাদের বাস্তবতার পরিপ্রেক্ষিতে করেন। যুক্তরাষ্ট্রকে ‘বাস্তববাদী’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, কোনো একটি ইস্যুতে শুরুতে কোনো অবস্থান নিলেও পরে ‘সত্যি সত্যি ঘটনা’ ঘটে গেলে আগের অবস্থান পাল্টায়। আমেরিকা সবসময় বাস্তববাদী। আমেরিকা বিলিভস ইন ডকট্রিন অব রিয়েলিটিযখন সত্যি সত্যি ঘটনা হয়ে যায়, তাকে সাপোর্ট দেয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি, আমরা নিজেরা চাই একটা সুষ্ঠুসুন্দর নির্বাচন। আমরা যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন করি, অবশ্যই আমেরিকাতাদেরও একমাত্র দাবি, আমেরিকা কিন্তু বেশি কিছু চায় নাই, তারাও চাই অবাধনিরপেক্ষ নির্বাচন, আমরাও চাই। তারা আমাদেরকে সাহায্য করছে। বরং তাদের আমরা বলব, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে, তাদেরকে তারা ভিসা নীতির মধ্যে ঢুকাক, তারা তাদের যা খুশী করার করুক। আমরা চাই অবাধনিরপেক্ষ নির্বাচন।

নির্বাচনের ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের পরামর্শ শোনার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত দেশ, তাদের তো আমরা কখনও অগ্রাহ্য করতে পারি না। তারা আমাদের বন্ধু দেশ, সব সময় বিভিন্ন রকম সম্পর্ক আমাদের আছে। শুধু নির্বাচন তো না, বিভিন্ন রকম সম্পর্ক। আমরা তাদেরকে মর্যাদা ও সম্মানের সঙ্গে বিবেচনা করব।

পূর্ববর্তী নিবন্ধউত্তরা মোটর্স নিয়ে এলো সিসি বাজাজ পালসার এন২৫০
পরবর্তী নিবন্ধস্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের পক্ষে মতবিনিময়