যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তি শেষ হতে পারে ২০২৬ সালের পর

| মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা নিউ স্টার্ট পারমাণবিক চুক্তি ২০২৬ সালের পর শেষ হতে পারে। সোমবার বার্তা সংস্থা আরআইএকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন সের্গেই রিয়াভকভ।

অবশ্যই এটা হতে পারে, তিনি এমনটা বলেছেন বলে তাদের দেওয়া উদ্ধৃতিতে জানিয়েছে বার্তা সংস্থাটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১০ সালে প্রাগে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটির মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে। খবর বিডিনিউজের।

২০২২ সালের নভেম্বরে নিউ স্টার্ট চুক্তির অধীনের পরিদর্শন ফের শুরু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হলেও শেষ মূহুর্তে বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে কোনো পক্ষই নতুন আলোচনার একটি সময়সীমার বিষয়ে সম্মত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় জন্মদিনের পার্টিতে গুলি, নিহত ৮
পরবর্তী নিবন্ধআবারও আন্দোলনে চবি চারুকলা শিক্ষার্থীরা