যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের চার সদস্যের প্রতিনিধি দল আসছে ২১ জানুয়ারি

বন্দরে জাহাজ চলাচল পরিদর্শন

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করতে আগামী ২১ জানুয়ারি থেকে তিনদিন চট্টগ্রামে থাকবেন যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের চার সদস্যের ইন্টারন্যাশনাল শিপ এন্ড পোর্ট ফ্যাসেলিটি সিকিউরিটির (আইএসপিএস) একটি প্রতিনিধি দল। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত তিনদিনে তারা চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিংসহ সার্বিক কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও স্থাপনা পরিদর্শন করার কথা রয়েছে। প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টি মূল্যায়ন করবে। তাদের কয়েকটি বেসরকারি আইসিডির কার্যক্রম পরিদর্শনেরও কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, আইএসপিএস প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শন নিয়মিত বাণিজ্যিক সুযোগসুবিধা ও বন্দর উন্নয়নের অংশীদারত্বের অংশ। তারা আমাদের দেশ থেকে তৈরী পোশাকসহ অন্যান্য পণ্য নিয়ে থাকে। সেজন্য তাদের প্রেসক্রিপশনের কমপ্লায়েন্সগুলো বাস্তবায়ন হয়েছে কিনা তা দেখে থাকেন। সফরে আসা আইএসপিএস প্রতিনিধি দলে ইউএস কোস্টগার্ডের কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার খেইম ভি নাইজির নেতৃত্ব দেবেন। টিমের অন্য সদস্যরা হলেনমার্টিন এস ডুনুহুই, ইরভিং এ চিনট্রন এবং মিজ ক্রামির।

পূর্ববর্তী নিবন্ধনগর দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গাড়ি
পরবর্তী নিবন্ধআজ ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি