যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক যুদ্ধবিরতি আরও ৯০ দিন বাড়ল

| বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও চীন তাদের শুল্ক যুদ্ধবিরতি আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে। এতে একে অপরের পণ্যের ওপর আরোপ করা তিন অঙ্কের শুল্ক প্রত্যাহার অথবা হ্রাস করার আশা বেঁচে রইল। খবর বিডিনিউজের।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, চীনের ওপর উচ্চতর শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় ১০ নভেম্বর রাত ১২টা ১ মিনিট পর্যন্ত স্থগিত রাখার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এই স্থগিতাদেশে শুল্ক বিরতির অন্যান্য সকল আদেশ বহাল থাকবে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত ট্রাম্প ঘোষিত একই সময় পর্যন্ত স্থগিত করে। পাশাপাশি তারা এপ্রিলে যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য ও বিনিয়োগ বিধিনিষেধ তালিকায় রেখেছিল তাও ৯০ দিনের জন্য স্থগিত করে। বেইজিং ও ওয়াশিংটনের বিদ্যমান শুল্ক যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। এখন এই যুদ্ধবিরতি নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়ায় বছরের শেষের গুরুত্বপূর্ণ বড় দিনের ছুটির আগে মার্কিন খুচরা বিক্রেতারা মজুদ বাড়ানোর প্রস্তুতি নেওয়ার সুযোগ পেল। এতে শরৎকালে যুক্তরাষ্ট্রে আমদানি বাড়ার যে ধারা তা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এসব আদেশে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ১৪৫ শতাংশ শুল্ক এবং বিপরীতে মার্কিন পণ্যে চীনের আরোপ করা ১২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়া পিছিয়ে গেল। শুল্কের এই উচ্চহার কার্যকর হলে বস্তুত দুই দেশের মধ্যে অঘোষিত বাণিজ্য নিষেধাজ্ঞা শুরু হয়ে যেত।

পূর্ববর্তী নিবন্ধবালুচ লিবারেশন আর্মিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধওয়াশিংটন ডিসি পুলিশের নিয়ন্ত্রণ নিয়েছেন ট্রাম্প, মোতায়েন করছেন ন্যাশনাল গার্ড