যুক্তরাজ্যের শরণার্থী পরিকল্পনা খুবই উদ্বেগজনক : জাতিসংঘ

| বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত শরণার্থী আইনকে ‘খুবই উদ্বেগজনক’ অ্যখ্যা দিয়ে এটি জরুরি ভিত্তিতে আশ্রয় দরকার এমন অনেককেও আটকে দেবে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। ইউএনএইচসিআরের যুক্তরাজ্য প্রতিনিধি ভিকি টেনেন্ট বিবিসিকে বলেছেন, যুক্তরাজ্যের এ পরিকল্পনা কার্যকর হলে তা আন্তর্জাতিক আইন ভঙ্গ করবে এবং এটি অভিবাসন প্রত্যাশীদের ইংলিশ চ্যানেল পাড়ি আটকাতে জরুরিও নয়। খবর বিডিনিউজের।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, তিনি এই আইন পাসে এবং এ নিয়ে যে কোনো আইনি প্রতিবন্ধকতা মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করবেন। অন্যদিকে লেবার পার্টি বলেছে, সরকারের এই পরিকল্পনা ‘বিশৃঙ্খলাকে আরও পাকিয়ে তুলবে’। মঙ্গলবার যুক্তরাজ্যের সরকার তাদের নতুন শরণার্থী বিষয়ক আইনের যে রূপরেখা হাজির করেছে, তাতে অবৈধ পথে যুক্তরাজ্যে নামা কারও শরণার্থীর মর্যাদা দাবি করা কার্যত নিষিদ্ধ হয়ে যাবে।

কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন, তা বের হলে তার নাগরিকত্ব পাওয়া বা ভবিষ্যতে নাগরিকত্বের জন্য আবেদনের পথও রূদ্ধ হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধকাল আজকাল
পরবর্তী নিবন্ধদ্বিতীয়বারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপির মানিক সাহা