কোভিড-১৯ মহামারী এবং ব্রেক্সিটের কারণে পণ্যবাহী ভারী যান চালকের সংকটে পড়েছে যুক্তরাজ্য। দেশটিতে আরো এক লাখের বেশি লরি চালক প্রয়োজন। দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে না পারলে গ্রীষ্মে দেশটিতে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন এই ক্ষেত্রের নেতারা। খবর বিডিনিউজের।
গত ২৩ জুন তারা এ সংক্রান্ত একটি চিঠি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পাঠিয়েছেন। চিঠিতে এ বিষয়ে প্রধানমন্ত্রী জনসনের ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করে তারা বলেছেন, প্রধানমন্ত্রী যেন ইউরোপের শ্রমিকদের হেভি গুডস ভ্যাহিকেল (এইচজিভি) চালকের অস্থায়ী ‘ওয়ার্ক পারমিট’ দিয়ে তাদের যুক্তরাজ্য যাওয়ার অনুমতি দেন। তারা সতর্ক করে আরো বলেন, যুক্তরাজ্যের সংবেদনশীল খাদ্য সরবরাহ ব্যবস্থা ‘অভূতপূর্ব এবং অকল্পনীয় মাত্রায় পতনের’ ঝুঁকিতে রয়েছে। সরকারের সাহায্য ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব না। তারা বলেন, ‘সুপারমার্কেটগুলো থেকে এরই মধ্যে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় খাদ্য পণ্য সরবরাহ না পাওয়ার অভিযোগ আসতে শুরু করেছে। যার ফলে যথেষ্ট অপচয়ও হচ্ছে।’ সামনে গ্রীষ্মের ছুটি, ধীরে ধীরে কোভিড মহামারীর নানা বিধিনিষেধ শিথিল হওয়ায় নানা অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে, গরম আবহাওয়ায় নাগরিকদের মধ্যে খাদ্য ও পানীয় চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাবে এবং খেলাধূলার বিভিন্ন বড় বড় আয়োজন আবারও মাঠে গড়াতে শুরু করায় খাদ্য চাহিদা বাড়বে।