যুক্তরাজ্যে ছুরি নিয়ে হামলা, দুই শিশু নিহত

| বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ৭:০০ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যে ছুরি নিয়ে হামলার ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১১ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার উত্তর ইংল্যান্ডের একটি ডান্স ক্লাসে হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

হত্যা এবং হত্যাচেষ্টার সন্দেহে উত্তরপশ্চিম ইংল্যান্ডের লিভারপুলের কাছে অবস্থিত সাউথপোর্ট থেকে ১৭ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। মেরসেইসাইড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই হামলার ঘটনায় প্রাপ্তবয়স্ক দুজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ প্রধান সেরেনা কেনেডি জানিয়েছেন, হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে না। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। তিনি জানিয়েছেন, আহত সবাই ছুরিকাঘাতে জখম হয়েছেন। প্রধানমন্ত্রী কেইর স্টারমার জানিয়েছেন, আজকের হামলার ঘটনা সত্যিই দুঃখজনক। পুরো দেশ আজ গভীর শোকাহত।

তিনি আরও বলেন, নিহতদের, পরিবার, বন্ধুবান্ধব এবং বৃহত্তর সমপ্রদায়ের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াত নিষিদ্ধের ব্যবস্থা আজকের মধ্যে
পরবর্তী নিবন্ধভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভ-সংঘর্ষ