যুক্তরাজ্যজুড়ে বিক্ষোভে আটক শতাধিক, কিশোর অভিযুক্ত

সাউথপোর্টে ছুরি হামলা

| শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের সাউথপোর্টে শিশুদের নাচের ক্লাসে ছুরি হামলায় ৩ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গ্রেপ্তার হয়েছে ১০০ জনের বেশি বিক্ষোভকারী। ছুরি হামলার ঘটনায় খুনের অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে। গত সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে সাউথপোর্টের একটি নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় ছুরি হামলা হয়। ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে হত্যা ও খুনের চেষ্টার সন্দেহভাজন হিসেবে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি ছুরিও জব্দ করা হয়। আকস্মিক হামলায় নিহত হয় ৯ ও ৭ বছর বয়সী দুই শিশু। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও এক শিশু। হামলাকারীকে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন দুইজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও আহত হয়েছে আরও ৭ জন। এমন হামলার ঘটনায় স্তম্ভিত যুক্তরাজ্যে শুরু হয় বিক্ষোভ। সাউথপোর্টে বিক্ষোভ শুরু হয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। হামলার ঘটনার সন্দেহভাজন একজন উগ্র ইসলামপন্থি অভিবাসী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধহামাসের সামরিক শাখার প্রধান দেইফ নিহত, নিশ্চিত করল ইসরায়েল
পরবর্তী নিবন্ধহামাস নেতা হানিয়া হত্যার প্রতিবাদে তুরস্কে বিশাল বিক্ষোভ