বাজারে কৃত্রিম সংকট তৈরী করে যারা দাম বৃদ্ধি করে তাদেরকে গণদুশমন হিসেবে আখ্যায়িত করলেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি খোরশেদ আলম সুজন। রমজান মাসের ব্যবহার্য ভোগ্য পণ্যসামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নিমিত্তে গতকাল রবিবার নগরীর বৃহত্তম পাইকারী ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জ থেকে নাগরিক উদ্যোগের ধারাবাহিক গণপ্রচারণা কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে সুজন উপরোক্ত মন্তব্য করেন।
গণপ্রচারণা কর্মসূচির উদ্বোধনের পর সুজন হেঁটে হেঁটে মাইক নিয়ে ব্যবসায়ীদের পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানান এবং উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে প্রচারপত্র বিলি করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, নুরুল কবির, কাজী মো. হেলাল উদ্দিন, জানে আলম, শহীদুল আলম লিটন, মো. বাবলু, মনিরুল হক মুন্না, আশীষ সরকার নয়ন, সাজ্জাদ হোসেন, নাঈম উদ্দীন তৌসিফ, শোয়েব মাসুদ, মো. ইমতিয়াজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।