যার কারণে জয়ার বিষণ্ন মন আলোয় ভরে গেল

| শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:৩৮ পূর্বাহ্ণ

ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গখ। রুক্ষ সৌন্দর্যের এবং আবেগময় সততার প্রকাশ, সপ্রতিভ রংয়ের ব্যবহারের কারণে যো কাজ বিখ্যাত ছিল। যা বিংশ শতাব্দীর শিল্পকলায় সুদূরপ্রসারি প্রভাব রেখেছিলো। এবার এই চিত্রশিল্পীতেই মজেছেন অভিনেত্রী জয়া আহসান।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে সামাজিকমাধ্যমে বেশকিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন এই তারকা। খবর বাংলানিউজের।
যার ক্যাপশনে এই চিত্রতারকা লেখেন, লন্ডনে দিনটা কেমন ভ্যানগখে মুড়ে রইলো। আলোর বিচ্ছুরণে চারপাশে ফুটে উঠলো তার জীবন, তার শিল্প, তার ব্যথার গল্প, তার তীব্র আবেগমাখা রঙ। বিষণ্ন আলোয় মনটা ভরে গেল। চলতি বছরের শুরুতেই সুখবর দিয়ে শুরু করেছেন জয়া আহসান। ২০২২ সালের প্রথমদিনে এই অভিনেত্রী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন। আগামী এক বছরের জন্য এই দায়িত্ব পেয়েছেন এই অভিনেত্রী।

পূর্ববর্তী নিবন্ধফারুকের চিকিৎসার জন্য ১৫ কোটি টাকার দুটি ফ্ল্যাট বিক্রি
পরবর্তী নিবন্ধসন্তান নিতে চান নিক-প্রিয়াঙ্কা