যাত্রীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার হলো যেভাবে

টেক্সিতে ফেলে যাওয়া

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২২ পূর্বাহ্ণ

নগরে সিএনজি টেক্সিতে ফেলে যাওয়া এক যাত্রীর ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত শনিবার বাকলিয়া থানার বাদিয়ারটেক এলাকা থেকে সিএনজি চালককে আটকের পর তার হেফাজত থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সাইফুল ইসলাম (৩৯) নামে এক যাত্রী স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ব্যাগ ভুলে সিএনজিতে রেখে নেমে যান। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল করিম আজাদীকে জানান, টাকা ও স্বর্ণালঙ্কারসহ ব্যাগ হারানোর বিষয়ে অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালকের অবস্থান শনাক্ত করা হয়। পরে চালককে আটকের পর তার হেফাজত থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা থেকে স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে অজ্ঞাতনামা একটি সিএনজি টেক্সিতে করে সাইফুল চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ এলাকায় পৌঁছান। ভাড়া পরিশোধ করে সিএনজি থেকে নামার সময় ভুলবশতঃ তার স্ত্রীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা রাখা ব্যাগ টেক্সিতে রেখে নেমে যান। পরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে সিএসজি চালককে না পেয়ে সাইফুল বাদী হয়ে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর একটি টিম গঠন করা হয়। টিমের সদস্যরা থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিটি (চট্ট মেট্রোথ ১২৫২৩৪) শনাক্ত করে চালককে আটক করে।

পূর্ববর্তী নিবন্ধদুই মাস ধরে অপেক্ষায় আছি, কখন নেমে যাব : তথ্য উপদেষ্টা
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার আবদুল খালেকের কবরে আনজুমান ট্রাস্ট নেতৃবৃন্দের বিনম্র শ্রদ্ধা ও জিয়ারত