যাত্রীবেশে চালককে ছুরি মেরে টেক্সি ছিনতাই, গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:২৭ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালী থানা এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীর ধারালো ছুরির আঘাতে এক টেক্সিচালক গুরুতর জখম হয়েছেন। গতকাল সোমবার ভোর চারটার দিকে থানার বংশাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম জানান, খবর পেয়ে দুই ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত টেক্সি উদ্ধার ও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানায়, ভুক্তভোগী টেক্সিচালক এক যাত্রীকে নিয়ে বংশাল রোডের মুখ থেকে রওনা হওয়ার পরপরই যাত্রীবেশী ছিনতাইকারী ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। তারা চালককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, ১০ হাজার টাকা এবং টেক্সিটি ছিনিয়ে নেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত টেক্সিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর সভা