যাত্রীবাহী ১৬ ট্রেনে যুক্ত হবে লাগেজ ভ্যান

রেলের রাজস্ব আয় বাড়ানোর নতুন উদ্যোগ ।। চীন থেকে প্রথম লটে ২০টি ভ্যান এসেছে, আসবে আরো ৫৫টি

শুকলাল দাশ  | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৩৬ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ের প্রতিটি আন্তঃনগর ট্রেনে মালামাল পরিবহনের লক্ষ্যে চীন থেকে আমদানিকৃত আধুনিক লাগেজ ভ্যান যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ে যাত্রীবাহী ট্রেনে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে। প্রথমবারের মতো আগামী ২৪ সেপ্টেম্বর ১৬টি আন্তঃনগর ট্রেনে ১৬টি নতুন লাগেজভ্যান যুক্ত হবে। ওইদিন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন কমলাপুর রেল স্টেশনে যাত্রীবাহী ট্রেনে পার্শ্বেল মালামাল পরিবহনের লক্ষ্যে লাগেজ ভ্যানের উদ্বোধন করবেন। রেলওয়ের পরিবহন বিভাগ থেকে জানা গেছে, চায়না থেকে ৭৫টি এমজি লাগেজভ্যান আমদানি করা হচ্ছে। এগুলো রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের প্রতিটি আন্তঃনগর ট্রেনে (যাত্রীবাহী ট্রেনে) একটি করে যুক্ত হবে। এরমধ্যে চায়না থেকে প্রথম চালানের ২০টি লাগেজভ্যান চট্টগ্রাম বন্দর হয়ে পাহাড়াতলী কারখানায় এসেছে। এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) বারাবরে এক প্রস্তাবনা চিঠিতে চট্টগ্রামসিলেট এবং সিলেটচট্টগ্রাম রুটে চলাচলরত আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, চট্টগ্রামময়মনসিংহচট্টগ্রাম রুটে চলাচলরত বিজয় এক্সপ্রেস, চট্টগ্রামঢাকাচট্টগ্রামের রুটের মহানগর এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস, ঢাকাসিলেটঢাকা রুটের জয়ন্তীকা ও উপবন এক্সপ্রেস, ঢাকাসিলেটঢাকা রুটের পারাবত এক্সপ্রেসসহ ১৬টি ট্রেনে নতুন লাগেজভ্যান সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

রেলওয়ে চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে বলেন, রেলের রাজস্ব আয় বাড়ানোর জন্য এবার প্রতিটি আন্তঃনগর ট্রেনে একটি করে লাগেজভ্যাগ যুক্ত হতে যাচ্ছে। লাগেজভ্যান গুলো খুবই আধুনিকআন্তঃনগর ট্রেনের কোচের মতো। পর্যায়ক্রমে অন্যান্য লাগেজভ্যান গুলোও দেশে আসবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা ও ঢাকার বাইরে ৭টি সমাবেশ করবে আওয়ামী লীগ
পরবর্তী নিবন্ধব্যক্তির করের বোঝা কমাতে করজালের আওতা বৃদ্ধির কৌশল নিয়েছি