যাত্রীবাহী বাসের ধাক্কা, বাইক থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

স্বামী-সন্তানসহ খুলনা থেকে বান্দরবান যাচ্ছিলেন তিনি, পটিয়ায় থামল যাত্রা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

স্বামীসন্তানসহ খুলনা থেকে বাইক যোগে পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে বেড়াতে যাচ্ছিলেন ফজিলাতুন্নেছা (২৮) নামে এক নারী। পথিমধ্যে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়া নয়াহাট এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় তার। এতে হতবিহ্বল হয়ে পড়ে তার স্বামী ও তাদের ৬ বছর বয়সী শিশু সন্তান ওমায়ের হাম্মাম।

গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফজিলাতুন্নেছা মাগুরা জেলার মহেশপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আলিমুজ্জামান সুজন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বামীর বাইক যোগে শিশুসহ ফজিলাতুন্নেছা পটিয়া হয়ে বান্দরবান যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বাইকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়েন ওই নারী। মুহূর্তের মধ্যেই বাসটির চাকা তার মাথায় ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধসালমান এফ রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে ৫ মামলা
পরবর্তী নিবন্ধআমেরিকার গম নিয়ে বহির্নোঙরে দ্বিতীয় জাহাজ