যাত্রীবাহী বাসের টেইল লাইটের ভিতরে ২০ হাজার ইয়াবা

দুই মাদক ব্যবসায়ী আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাসের পিছনের টেইল লাইটের ভিতরে কৌশলে লুকিয়ে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কঙবাজারের দক্ষিণ মুহুরী পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আলাম প্রকাশ মাতালম (৩৮) এবং একই এলাকার মৃত রফিকের ছেলে আলী আহম্মদ (৩২)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানা গেছে।

গতকাল সোমবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় কতিপয় মাদক কারবারি একটি বাসে যাত্রী বহনের আড়ালে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে। ওই তথ্যের ভিত্তিতে রোববার রাতে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় বাস যাত্রী মোহাম্মাদ আলাম মাতালম ও আলী আহম্মদকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রীবাহী বাসের পেছনের টেইল লাইটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় প্রায় ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইয়াবা বহনকারী বাসটি জব্দ করা হয়।

তিনি বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করছে। পরে পরে তা টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের নিকট পাচার করছে। এরা ইয়াবা পাচারে সবসময় নতুন নতুন কৌশল অবলম্বন করত। আটককৃত দুজন ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাজী নূর হোসেন সওদাগর
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আছাদ আলী শাহ’র ওরশ ১২ মে