যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

কদমতলী ফ্লাইওভারের মুখে দুর্ঘটনা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:৩২ পূর্বাহ্ণ

নগরে যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পো চালকসহ ৫ জন আহত হয়েছেন। গত রাত সাড়ে ১০ টার দিকে দেওয়ানহাটের বায়তুশ শরফ মাদ্রাসা এলাকায় কদমতলী ফ্লাইওভারের মুখে এ দুঘর্টনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে ইউনিক পরিবহনের একটি বাসের সাথে আলফি আরেফা পরিবহন নামে টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পো চালক ও তিনযাত্রীসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগের সাবেক নেত্রী নদী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে টেক্সির ধাক্কায় পথচারীর মৃত্যু