পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। যাত্রী সেজে রিকশায় উঠে ছিনতাইয়ের চেষ্টা করলে চালক বাধা দেয়–এ সময় উপর্যুপরি ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক মো. নুরুন্নবী প্রকাশ শহীদ (৩৫) গাইবান্ধা জেলার চন্ডীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুন্দরগঞ্জ গ্রামের খাজা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পটিয়ায় রিকশা চালিয়ে আসছিলেন। এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও অভিযুক্ত কাউকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা যায়, রিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ার কারণে চালককে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এ সময় চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ছুরিকাঘাতে চালকের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং অধিক রক্তক্ষরণ হয়। পরে চালককে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত চালকের একই গ্রামের মো. মুকুল মিয়া জানান, নুরুন্নবী দীর্ঘদিন ধরে পটিয়ায় রিকশা চালিয়ে আসছিল। মঙ্গলবার রাতে যাত্রী সেজে ছিনতাইকারীরা গাড়িতে উঠে। এরপর দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়ায় নিয়ে গিয়ে তাকে ছুরিকাঘাত করে খুন করে।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, এ ঘটনায় তার এক ভাইরা বাদী হয়ে বুধবার (গতকাল) থানায় একটি মামলা দায়ের করেছেন। খুনিদের শনাক্তে কাজ করছে পুলিশ। যে কোনোভাবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।











