নগরীর ফিরিঙ্গীবাজার যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজে (জে.এম.সেন স্কুল এন্ড কলেজ) নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য আল–সাদাত দোভাষ সাগর, শিক্ষানুরাগী সদস্য ইফতেখার আলী দোভাষ, নিপা চৌধুরী ও হাফিজ উদ্দীন। প্রধান অতিথি বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলছি, তাদের আত্মমর্যাদার জন্য আমাদের আজীবন সংগ্রাম করে যেতে হবে। শিক্ষার্থীদের এ কথা মনে প্রাণে ধারণ করে বাংলাদেশকে বিশ্বের উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক টিপলু বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।