যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম হলে বাংলাদেশ হবে আরও সমৃদ্ধশালী

জামায়াতে ইসলামী ধর্মপুর শাখার আলোচনা সভায় অধ্যক্ষ নুরুল আমিন

| রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১১:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম হলে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধশালী হবে। এটি কোরআনের শাসন কায়েম ছাড়া সম্ভব নয়। তাই কোরআনসুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য সৎ, যোগ্য এবং আল্লাহভীরু লোকদের হাতে নেতৃত্ব দিতে হবে। এজন্য আলেম ওলামাসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার ফটিকছড়ি উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপুর শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আবু জাফর মোহাম্মদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমীর নাজিম উদ্দিন ইমু এবং জামায়াতে ইসলামী শিল্প ও বাণিজ্য শাখার চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি মোহাম্মদ আবদুর রহিম।

আরও বক্তব্য দেন, মাওলানা নুরুল আলম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইউসুফ বিন সিরাজ, মসজিদ মিশন ফটিকছড়ি উপজেলার সভাপতি মাওলানা তৈয়ব নূরী, আদর্শ শিক্ষক পরিষদ ফটিকছড়ি উপজেলার সভাপতি অধ্যাপক মো. সেলিম, মুরাদপুরচান্দগাঁও অঞ্চল সিবিএফএর সভাপতি মো. রাশেদুল আজম মনজুর, পাঁচলাইশ অঞ্চল সিবিএফ এর সভাপতি মো. কামাল উদ্দিন, জামায়াতে ইসলামী আবদুল্লাহপুর ইউনিয়নের সভাপতি মাওলানা নুরুল আলম, বক্তপুর ইউনিয়নের সভাপতি ফজলুল কাদের, জাফত নগর ইউনিয়নের সভাপতি আওয়াল আলী, আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণের সভাপতি বাবুল ও সেক্রেটারি ওমর ফারুক, ফতেহ নগর আইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা কাউছার উদ্দিন প্রমুখ। শেষে মুনাজাত পরিচালনা করেন আজাদী বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিসিআইইউ রোবোটিকস ক্লাবের বিজয় অর্জন
পরবর্তী নিবন্ধদেশে নারীদের আত্মরক্ষার শক্তি পরিবার থেকেই অর্জন করতে হবে