যাকাত প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে

সেমিনারে বিভাগীয় কমিশনার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

যাকাত প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। গতকাল বুধবার নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন চট্টগ্রাম এবং ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ এই সেমিনারের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। সেমিনারে যাকাতের তাত্ত্বিক পর্যালোচনা ও গুরুত্ব বিষয়ে একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়। এরপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ইসলামিক ব্যক্তিবর্গের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়। বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, সকলকে নিজ অধিক্ষেত্রে যাকাতের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালাতে হবে। সেই সাথে যাকাত প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, যাকাত প্রদান করলে সম্পদ কমে না বরং বাড়তে থাকে। তাই যাকাত প্রদানের গুরুত্ব সম্পর্কে সকলকেই অবগত ও সচেতন করতে হবে। জনগণকে উৎসাহ প্রদানের জন্য বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক ইসলামিক ফাউন্ডেশন যাকাত ফান্ডে অর্থ প্রদান করেন।

এ সময় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, কেন্দ্রীয় যাকাত বোর্ডের সদস্য শায়খ মুফতি জসীম উদ্দিন ও চট্টগ্রাম বিভাগের ইসলামিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান পাঁচলাইশে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকদম মোবারক জামে মসজিদে খতমে তারাবি শনিবার