যা পড়া হয় তার চেয়ে যা দেখা হয় তা বেশি মনে থাকে : অনুপম সেন

প্রিমিয়ার ভার্সিটিতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১০ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ‘শোকাহত বাংলাদেশ’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ১০ আগস্ট প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। উদ্বোধক ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাসির উদ্দীন ইউসুফ। অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, পরিচালক রেজাউর রহমান খান এবং চলচ্চিত্র পরিচালক রাকিবুল হাসান। ট্রেজারার ও প্রফেসর একেএম তফজল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। যা পড়া হয় তার চেয়ে যা চোখে দেখা হয়, তা বেশি মনে থাকে।
উদ্বোধকের বক্তব্যে নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, বঙ্গবন্ধু তাঁর দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রাম ও দীর্ঘ ন’মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করে তাঁর কাছে বাঙালিকে চিরকালের জন্য ঋণী করেছেন। সুতরাং তাঁকে হত্যা করা হলেও ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। প্রিমিয়ার ইউনিভার্সিটির এই চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্ম উপলব্ধি করতে পারবে বাঙালির হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধুই বাঙালির প্রকৃত মুক্তিদাতা। তিনি ‘হাসিনা : এ ডটার’স টেল’, ‘রূপসা নদীর বাঁকে’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘চিরঞ্জীব মুজিব’ এবং ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক চলচ্চিত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য তুলে ধরেন।
উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা বঙ্গবন্ধুর ভয়াবহ হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলেন, শোককে শক্তিতে পরিণত করার উদ্দেশ্যেই চলচ্চিত্র প্রদর্শনী।
রেজাউর রহমান খান ‘হাসিনা : এ ডটার’স টেল’ চলচ্চিত্র নির্মাণের ইতিবৃত্ত বর্ণনা করেন। রাকিবুল হাসান প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনের জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান।
সভাপতি বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করার সবচেয়ে সুন্দর মাধ্যম বঙ্গবন্ধুকে জানা। তাঁর বই ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘আমার দেখা নয়াচীন’ ও ‘কারাগারের রোজনামচা’ পড়ে আমরা তাঁকে জানতে পারি। কিন্তু তাঁকে জানার আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তাঁকে নিয়ে নির্মিত চলচ্চিত্র।
শেষে ‘হাসিনা : এ ডটার’স টেল’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। ১১ আগস্ট সকাল ১১টা ও বিকেল ৩টায় ‘রূপসা নদীর বাঁকে’, ১২ আগস্ট সকাল ১১টা ও বিকেল ৩টায় ‘লাল মোরগের ঝুঁটি’, ১৩ আগস্ট সকাল ১১টা ও বিকেল ৩টায় ‘চিরঞ্জীব মুজিব’ এবং ১৫ আগস্ট সকাল ১১টা ও বিকেল ৪টায় ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরং মেশানোর সময় ১শ কেজি মাছ জব্দ, মাটি চাপা
পরবর্তী নিবন্ধইউটিউবে কে এগিয়ে?