‘যা দিয়ে পরিবার চলত সেই দোকান এখন ছাই’

ফটিকছড়িতে অগ্নিকাণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ির রোসাংগিরিতে অগ্নিকাণ্ডে একটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ধুরুংকূল রহমানির বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দোকানের ভিতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি জানার পর স্থানীয়রা এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা রাত আড়াইটার দিকে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ততক্ষণে দোকানটি পুড়ে প্রায় ছাই হয়ে যায়।

দোকানের মালিক মো. হেলাল বলেন, আমি প্রবাস থেকে এসে আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে এ দোকান দিয়েছি। আমার পুরো পরিবার চলতো এ দোকানের আয় দিয়েই। গতকাল সবগুলো লাইট বন্ধ করে বাড়ি গিয়েছি। শুধুমাত্র একটি লাইট জ্বালানো ছিল। দোকানে ৮৯ লাখ টাকার মালামাল ছিল। যা দিয়ে পরিবার চলত সেই দোকান এখন পুড়ে ছাই হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পর আমরা খবর পেয়েছি। সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বেজার জমি দখল করে মাছের ঘের
পরবর্তী নিবন্ধবিজিবি দেখে নৌকা রেখে পালাল মাদক কারবারিরা