যন্ত্রসঙ্গীতের মূর্ছনায় মুখরিত শিল্পকলা একাডেমি

| মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আয়োজনে শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে যন্ত্রসঙ্গীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেম আজিজুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (এল.) চট্টগ্রাম মো. আবু রায়হান দোলন’র সভাপতিত্বে অনুষ্ঠিত যন্ত্রসঙ্গীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার চট্টগ্রামের পরিচালক বদিউল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠক সাইফুল আলম বাবু। স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন।

আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিশিষ্ট আবৃত্তিশিল্পী শ্রাবনী দাশগুপ্তা’র সঞ্চালনায় অনুষ্ঠিত যন্ত্রসঙ্গীত উৎসবে একক সেতার বাদন পরিবেশন করেন সেতার বাদক সঞ্জীব দত্ত, একক মোহনবীণা পরিবেশন করেন শিল্পী দোলন কানুনগো, বৃন্দ বেহালা পরিবেশন করে ভাইয়োলিনিষ্ট চট্টগ্রাম, বৃন্দ গিটার পরিবেশনা করে জোসেফ হাওয়াইয়ান গিটার পরিষদ, বৃন্দ বাঁশি পরিবেশন করে বংশী ধ্বনি, বৃন্দ তবলা লহড়া ও অর্কেস্ট্রা পরিবেশন করে শিল্পকলা একাডেমির তবলা বিভাগ, বৃন্দ দোতরা পরিবেশন করে সুরধবনি মিউজিক একাডেমি। এছাড়া বিশিষ্ট উচ্চাঙ্গ প্রশিক্ষক অপু বর্মনের পরিচালনায় সমবেত উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করে শিল্পকলা একাডেমির সঙ্গীতদল ও বিশিষ্ট নৃত্যপ্রশিক্ষক প্রমা অবন্তী ও স্বপন দাশের পরিচালনায় উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির নৃত্যদল।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর বসন্ত বরণ উৎসবে ফাগুনের হাওয়া
পরবর্তী নিবন্ধচিটাগাং মেট্রোপলিটন শপ্‌ ওনার্স এসো’র যৌথ পরিচিতি সভা