যথাসময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে

সাতকানিয়ায় আলোচনা সভায় এম এ মোতালেব

| শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সাতকানিয়া উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব। সহকারী প্রোগামার আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, চেয়ারম্যান সেলিম উদ্দীন, চেয়ারম্যান আবু সালেহ, চেয়ারম্যান নাসির উদ্দীন টিপু সহ ইউনিয়ন পরিষদের সচিব ও উদোক্তাগণ। সভায় বক্তারা বলেন, একটি শিশুর জন্মের পর আমাদের প্রধান কাজ হচ্ছে তার জন্ম নিবন্ধন করা। সরকারের ১৮টি প্রতিষ্ঠান থেকে সেবা পেতে জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জন্ম নিবন্ধন তার পরিচয় বহন করে। জন্ম নিবন্ধন থাকলে জাতীয় পরিচয় পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরূপণ করা সহজ হয়। তাই সময়মতো জন্ম, মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কোন বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের পাহাড়ে প্রথম কাজুবাদাম চাষ
পরবর্তী নিবন্ধবাউবি বিএ-বিএসএস ২৩ ব্যাচকে বরণ