যত্রতত্র কিন্ডারগার্টেন স্কুল, শিক্ষা নাকি ব্যবসা?

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষা ছাড়া একটি দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। শিক্ষা মানুষের নৈতিক ও মানবিক মুল্যবোধের উন্মেষ ঘটায়। বলা হয়ে থাকে যে, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না; তেমনি শিক্ষা ছাড়া একটি জাতির নিজস্ব ভিত্তিমূলে দাঁড়ানো সম্ভব নয়। সময়ের পরিক্রমায় বিশ্বের সকল মানুষের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এই শতাব্দীর অন্যতম চ্যালেঞ্জ। প্রান্তিক পর্যায়ের মানুষের কথা চিন্তা করে সরকার তাদের শিশুদের বিনামূল্যে অধ্যয়নের সুযোগ করে দিয়েছে। পক্ষান্তরে আমাদের দেশীয় কিছু সুযোগ সন্ধানী নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র কিন্ডারগার্টেন স্কুল খুলে বসে আছে। মিথ্যা প্রলোভন, চাকচিক্যময় বিজ্ঞাপন এবং সস্তা মার্কেটিং এর মাধ্যমে এরা শিক্ষার্থীদের তাদের স্কুলে ভর্তি করিয়ে নিচ্ছে। সাম্প্রতিক সময়ে এসব স্কুলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অদক্ষশিক্ষক, অনিরাপদ পাঠপরিবেশ, অপর্যাপ্ত ক্লাসরুম, পর্যাপ্ত শিক্ষকের অনুপস্থিতি সহ নানা সমস্যায় জর্জরিত এসব প্রাইভেট স্কুলগুলো যা কিনা শিক্ষার্থীদের এক প্রকার ধোকা দিচ্ছে। কোনো কোনো স্কুল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের খুশি করার জন্য পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দেয়। যা প্রচলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। অনেক শিক্ষকের ন্যূনতম যোগ্যতাও নেই যারা কিনা এসব স্কুলে ক্লাস করিয়ে যাচ্ছে। এতে করে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ চরমভাবে ব্যহত হচ্ছে। এহেন পরিস্থিতিতে এসব স্কুলে মনিটরিং জোরদারের পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সময়ের অন্যতম দাবি।

ওবায়দুল মোস্তফা শিবলী

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধআবেদ হোসেন খান : সুরকার ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী
পরবর্তী নিবন্ধতুমি