যতীন্দ্র মোহন সেনের বাড়ি রক্ষায় সহায়তার আশ্বাস হানিফের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ১০:০১ পূর্বাহ্ণ

ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেন গুপ্তের বাড়ি রক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর রহমতগঞ্জে ঐতিহাসিক ভবনটি পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাস দেন।
হানিফ বলেন, রানা দাশগুপ্তের কাছ থেকে ভবনটির অতীত ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। আমি একটি বিষয়ে আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এটি একটি ঐতিহাসিক ভবন। ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের স্মৃতি জড়িত আছে। ভবনটি ইতিহাসের অংশ। ভবনটি কেন হঠাৎ করে এরকম হলো আমার জানা নেই। আজকেই জেলা প্রশাসককে বলব ঘটনাটি যথাযথভাবে দেখতে। কেন কী কারণে ঘটনাগুলো ঘটেছে এবং আইন সম্মত মিমাংসা যেন দ্রুত হয় তা নিশ্চিতের ব্যাপারে কথা বলব। ভবনটি অতীত ঐতিহ্য ধারণ করে যাতে থাকতে পারে সে বিষয়ে আমাদের সহায়তা থাকবে। এ সময় মাহবুব-উল আলম হানিফের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।
এর আগে বাড়ির সামনে তাৎক্ষণিক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, ভূমিদস্যুরা অপকৌশলে আদালতের একটি রায় এনেছে। জেলা প্রশাসন যেখানে অর্পিত সম্পত্তি হিসেবে এই সম্পত্তির কাস্টডিয়ান তাদেরকে সেখানে পক্ষভুক্ত করা হয়নি। শিশুবাগকেও মামলায় প্রতিপক্ষ করা হয়নি। জেলা প্রশাসনের অগোচরে কিভাবে তারা এই মামলায় রায় পেল? অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগরের সভাপতি তাপস হোড়, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশেদ হাসান এবং চট্টগ্রাম ইতিহাস, সংস্কৃতি সংরক্ষণ কেন্দ্রের সভাপতি আলীউর রহমান।

পূর্ববর্তী নিবন্ধডেইলি লাইফ সম্পাদক আরিফ ইসলাম আর নেই
পরবর্তী নিবন্ধগোলাম রহমান স্মৃতি ক্রিকেটে শতাব্দীর জয়