যতটুকু হয়েছে খুশি : শান্ত

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

যে আত্মবিশ্বাসআস্থায় স্বাচ্ছন্দ্যে খেলছিলেন, তা দেখে অনেকেরই মনে হয়েছিলটেস্ট ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করে ফেলতে পারেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু বেশি আক্রমণাত্মক হয়ে সে সুযোগ হাতছাড়া করেছেন এ বাঁহাতি টপ অর্ডার। তাই আউট হয়ে যখন ফিরে যাচ্ছিলেন, তখন শরীরী অভিব্যক্তিতে ফুটে উঠেছিল রাজ্যের হতাশা। খেলা শেষে গণমাধ্যমের সামনে কথা বলতে এসে শান্ত জানান, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ খুশি।’আফগানদের বোলিং প্রশ্নে শান্তর উত্তর, ‘আমার কাছে কাজে সহজ মনে হয়নি। আমি যে প্ল্যানে ব্যাটিং করার চেষ্টা করছিলাম সেটা শুধু এক্সিকিউট করার চেষ্টা করেছি। ক্লিয়ার মাইন্ড ছিল একদম আমি কী করতে চাই। এজন্য মনে হয় আপনাদের কাছে মনে হয় সহজ মনে হচ্ছে। কিন্তু প্রথম থেকেই আমাকে কষ্ট করেই ব্যাটিং করতে হয়েছে।’ তিনি বলেন, ‘এখন যেভাবে মুশফিক ভাই আর মিরাজ ব্যাটিং করছে আমার মনে হয় এটা যদি বড় হয় তাহলে মাঝের ওই দুইএকটা উইকেট হয়তো প্রভাব ফেলবে না। আমরা জুটিটা যদি বড় করতে পারি, টিম ভালো অবস্থায় যাবে। চতুর্থ বা পঞ্চম দিনে উইকেট কী হবে, সেটা এখনই বলা মুশকিল।’ প্রচন্ড গরম নিয়ে শান্ত বলেন, ‘আমরা শেষ কয়েকটা দিন যেভাবে অনুশীলন করেছি, সেটার প্যাটার্নও ছিল অনেকটা এরকম যে, এত গরমে আমরা কীভাবে ম্যাচটি খেলবো বা ওই অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করবো। গরম অবশ্যই ছিল। কিন্তু আমরা ভালোভাবে শেষ করছি।’

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-কম্বোডিয়া প্রীতি ম্যাচ আজ
পরবর্তী নিবন্ধজাতীয় পর্যায়ে শুভ সূচনা চট্টগ্রাম বন্দর স্কুলের