ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হলো টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ কাটা গেছে মাহমুদউল্লাহ রিয়াদদের। আইসিসির কোড অব কন্টাক্টের ২.২২ ধারা ভঙ্গ করে এই জরিমানা দিতে হচ্ছে তাদের। নির্ধারিত সময়ে এক ওভার কম করেছেন তারা। নিজেদের এই শাস্তি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মেনে নেওয়ায় বাড়তি শুনানির প্রয়োজন হয়নি। ডমিনিকার উইন্ডসর পার্কে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ওই লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি সফরকারীরা ব্যাটাররা। আজ বৃহষ্পতিবার শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

পূর্ববর্তী নিবন্ধমৌলভী পাড়া শেখ রাসেল স্মৃতি সংসদের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধ৬ বছর পর র‌্যাংকিংয়ে দশের বাইরে কোহলি