মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইচড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী–বিএসএফের ঠেলে দেওয়া ১৪ জনকে আটকের খবর জানিয়েছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয় বলে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানিয়েছেন। আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর বিডিনিউজের।
লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলছেন, আটক ১৪ জনকে ভারত থেকে ঠেলে দেওয়া (পুশ ইন) হয়েছে। তারা সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। তাদের জিজ্ঞাসাবাদের পর পরিচয় নিশ্চিত হয়ে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা। এর আগে বুধবার সকালে সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৬০ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
এ দিন মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জন এবং সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জনকে পাঠানোর খবর বিজিবির পক্ষ থেকে জানানো হয়। সে হিসেবে মৌলভীবাজার সীমান্ত দিয়ে দুইদিনে মোট ৫৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে।