মোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ নভেম্বর, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লাহ ওয়ার্ডের সাবেক কমিশনার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ লায়ন মোহাম্মদ নাসির উদ্দীন (৭৫) চৌধুরী আর নেই। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টা নাগাদ নগরীর পাথরঘাটা নজু মিয়া লেইনস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…..রাজেউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গত বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ শুক্রবার বেলা ২টায় লালদীঘি ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাকে চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর কালীপুরে শত্রুতার জেরে কাটা হল ২শতাধিক কলাগাছ
পরবর্তী নিবন্ধট্রেড ইউনিয়ন কেন্দ্র্র চট্টগ্রাম জেলার প্রতিবাদ সমাবেশ