মোহাম্মদ নগর নতুন সড়কের সংস্কার কাজ উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

অবশেষে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবে এমপি খাদিজাতুল আনোয়ার সনির উদ্যোগে শুরু হয়েছে মোহাম্মদ নগর নতুন সড়ক সংস্কারের কাজ। সড়কটির বেশিরভাগ অংশজুড়েই ছিল ছোট ছোট গর্ত এবং ভাঙা। ফলে ওই সড়ক পথে যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় তারা উচ্ছ্বসিত।

গতকাল শুক্রবার হারুয়ালছড়ির ৫ নম্বর ওয়ার্ডে বৃষ্টি উপেক্ষা করে মোহাম্মদ নগর নতুন সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ, মোহাম্মদ ইয়াকুব আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জানে আলম, ব্যবসায়ী শফিকুল আজম, রমজান আলী, অনিল দে, মাহবুব আলম, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শামসুল আলম প্রমুখ।

খোঁজ নিয়ে জানা গেছে, এ সড়ক দিয়ে যাতায়াত করতে মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্ষাকালে জনগণের দুর্দশার কথা চিন্তা করে দ্রুত সময়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন এমপি সনি। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে উপজেলার হারুয়ালছড়ির মোহাম্মদ নগর নতুন সড়ক ১ হাজার ৫শ ফুট ব্রিকস সলিন সংস্কারের কাজ শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশের নিম্নাঞ্চল প্লাবিত চোখ রাঙাচ্ছে শঙ্খ
পরবর্তী নিবন্ধগোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে পাল্টা মনসা পুঁথিপাঠ