বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ নেতা, সাবেক ফুটবলার, খাতুনগঞ্জ আমিন মার্কেটের প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ এয়াকুব চৌধুরী গতকাল বৃহস্পতিবার ভোর ৫ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তিনি জামালখান ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মাসুদের বড় ভাই। গতকাল বাদে জোহর কদম মোবারক জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং বাদে মাগরিব বোয়াখালীর বেঙ্গুরা সিনিয়ার মাদ্রাসা সংলগ্ন ঈদগা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।