চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশগ্রহণকারী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের দলের জার্সি উন্মোচন করা হয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম মহিউদ্দীন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ফুটবল কমিটির চেয়ারম্যান মির্জা আকবর আলী, সম্পাদক সাদেক হোসেন পাপ্পু, ব্লুজের সদস্য সচিব আবু সৈয়দ, কোষাধ্যক্ষ আবু মোর্শেদ, ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান আজাদ উল্লাহ নিজাম, সদস্য জালাল আহমেদ, জসিম মিয়া, সহকারী ম্যানেজার মো. আব্দুল মাবুদ, উপদেষ্টা কোচ নজরুল ইসলাম লেদু, কোচ মো. নাছির উদ্দীন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।