চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে অংশ গ্রহণকারী মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ক্রিকেট দলের ম্যানেজার নির্বাচিত করা হয়েছে সাবেক ক্রিকেটার আইনুল কবির জিতুকে। ক্লাবের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার ডিভিশনে খেললেও মোহামেডান ব্লুজ খেলছে তৃতীয় বিভাগে। তাই এবারে দলটিকে দ্বিতীয় বিভাগে নিয়ে যেতে চান দলের ম্যানেজার জিতু। আর সে লক্ষ্যেই দল গড়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে একেবারে তরুণদের নিয়ে গড়া হয়েছে দলটি। যেহেতু এই লিগে অনূর্ধ্ব–১৬ বছরের ক্রিকেটাররাই খেলতে পারবে। জিতু জানিয়েছেন তার দলের লক্ষ্য এবারে দ্বিতীয় বিভাগে উন্নীত হওয়া। এরপর ধারাবহিকভাবে আরো উপরে নিয়ে যেতে চান জিতু তার দলকে। দলের ক্রিকেটাররা তাদের সেরাটা দিয়ে দলকে উপরে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন জিতু। মাঠে সেরাটা দিতে চায় তার দল।