মোহামেডান ব্লুজ ক্রিকেট দলের জার্সি উন্মোচন

| বুধবার , ১৪ জুন, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

চলমান তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে অংশ গ্রহনকারী মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের জার্সি উন্মোচন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে দলের জার্সি উন্মোচন করেন সিজেকেএস সাধারন সম্পাদক আ... নাছির উদ্দিন। এসময় বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলি আব্বাস, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহি সদস্য হাসান মুরাদ বিপ্লব, মোহামেডান ব্লুজ ক্রিকেট দলের ম্যানেজার আইনুল কবির জিতু, কোচ ফারুক হোসেন টিটু সহ দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মোহামেডান ব্লুজের সাফল্য কামনা করেন। তারা আশা করেন দলটি তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সফলতা অর্জন করবে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি হলেন ইউসুফ