মোহামেডান এবার হারলো ফ্রেন্ডস ক্লাবের কাছে

প্রিমিয়ার ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৭ মার্চ, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে এ পর্যন্ত চারটি ম্যাচে অংশ নিয়েছে। দুর্ভাগ্য তাদের, চারটি ম্যাচের চারটিতেই হার মেনেছে এই জনপ্রিয় দলটি। গতকাল শনিবার তারা লিগে চতুর্থ পরাজয় বরণ করেছে ফ্রেন্ডস ক্লাবের কাছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লো স্কোরিং ম্যাচে ফ্রেন্ডস ক্লাব ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে মোহামেডানকে। এবারের লিগে এটি ফ্রেন্ডস ক্লাবের প্রথম জয়। নিজেদের প্রথম তিনটি ম্যাচেই তারা পরপর পরাজিত হয়েছিল। গতকাল টসে জিতে ফ্রেন্ডস ক্লাব মোহামেডানকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। শুরু থেকেই ফ্রেন্ডস ক্লাবের বোলিং তোপে ধুঁকতে থাকে মোহামেডান। ৫ রানেই তিন উইকেট চলে যায় মোহামেডানের। ব্যাট হাতে অধিনায়ক আরমান উল্লাহ এবং আরিফুল ইসলাম জনি ছাড়া আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। আরমান ৪৯ বলে করেন সর্বোচ্চ ২২ রান। এছাড়া জনি ১১ রান করেন। অন্য ব্যাটারদের একের পর এক উইকেট দিয়ে আসার ম্যাচে ২৩.৩ ওভারে মোহামেডানের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৬১ রানে। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল অতিরিক্ত ১৫। ফ্রেন্ডস ক্লাবের বোলারদের সামনে মোহামেডান ব্যাটাররা অসহায় ভূমিকা পালন করেন। ফ্রেন্ডস ক্লাবের ইমতিয়াজ উদ্দিন ১২ রানে ৫টি এবং শাওন কাজী সুমন ১৪ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। নুরুল হাসান রোমান পান ১টি উইকেট।

মাঠে নেমে শুরুটা ভাল হয়নি ফ্রেন্ডস ক্লাবেরও। দুই ওপেনার ফারদিন খান এবং পেয়ার মোহাম্মদ কোন রান না করেই বিদায় নেন। মোহামেডান বোালাররা দাপট দেখায় প্রথম ১০ ওভার। ২৬ রানে ৩টি উইকেটের পতন ঘটায় তারা। কিন্তু পরবর্তীতে উদয়ের অপরাজিত ২২ ও রাকিবুল ইসলামের ১৮ রান ফ্রেন্ডস ক্লাবকে ৭ উইকেটের সহজ জয় এনে দেয়। এর আগে শাওন কাজী সুমন করেছিলেন ১৫ রান। ২০ ওভারে ৬৩ রান তুলে নেয় ফ্রেন্ডস ক্লাব। মোহামেডানের আরিফুল ইসলাম জনি পান ২ উইকেট। ১টি উইকেট নেন তানভীর সাদাত কিং। আজকের খেলা: চট্টগ্রাম আবাহনী বনাম ইস্পাহানী স্পোর্টিং ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় ওয়ানডে দলে লিটনের বদলে ডাক পেলেন জাকের
পরবর্তী নিবন্ধআইআইইউসির একাডেমিক কাউন্সিলের ৪৭ তম সভা