মোহরায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

| বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

মোহরায় ঋষি অদ্বৈতানন্দপুরী মহারাজ স্মরণে স্বর্গীয় গৌরাঙ্গ চৌধুরী ও রেনু প্রভা চৌধুরীর স্মৃতি রক্ষার্থে সুকুমার চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। গৌরাঙ্গ নিকেতন প্রাঙ্গণে আয়োজিত গত ১৪ ফেব্রুয়ারি চিকিৎসা ক্যাম্পে প্রায় ১ হাজার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন শিল্পপতি সুকুমার চৌধুরী। উপস্থিত ছিলেন শর্মিলা চৌধুরী, অমিত চৌধুরী, আশিকী ঘোষ, সুস্মিতা চৌধুরী, প্রকৌশলী প্রবীর কুমার সেন, তাপস কুমার নন্দী, লায়ন শংকর সেনগুপ্ত, বিকাশ সেন (বাবু), যীশু চৌধুরী, নিউটন কুমার মজুমদার, টুটুল নাথ, সমীরণ দাশ, সন্তোষ কুমার ঘোষ, অসীম চৌধুরী মিন্টু, আশুতোষ চৌধুরী, টিটন চৌধুরী, অর্ঘ্য সেন, পিন্টু তালুকদার, নিউটন চৌধুরী, সুমন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধশব্দনোঙরের বসন্ত উৎসব