মোহরায় জোয়ারের পানিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ১:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের মোহরায় জোয়ারেরর পানি থেকে ঘরের আসবাবপত্র সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ওই পরিবারের আরও ৩ সদস্য।

সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে আড়াইটার দিকে উত্তর মোহরার জান মোহাম্মদ নতুন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন ওই এলাকার মৃত নুর আলমের ছেলে। আহতরা হলেন— মোবারকের ভাই মো. সালাউদ্দিন ও তার স্ত্রী রাশেদা বেগম এবং ছোট ভাই মো. সাদ্দাম। এর মধ্যে সাদ্দামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জোয়ারের পানি বাড়িতে প্রবেশ করে। এতে সবাই মিলে ঘরের আসবাবপত্র সরানোর চেষ্টা করছিল। এসময় বৈদ্যুতিক লাইন পুরো ঘরে ছড়িয়ে পরায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। সবাইকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোবারক হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনের মধ্যে সাদ্দাম সুস্থ রয়েছেন; আর সালাউদ্দিন এবং তার স্ত্রী চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধসিত্রাংয়ে লণ্ডভণ্ড কক্সবাজার সৈকত