চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার নগরের মোহরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শন করা হয়। এ সময় বিএনপি নেতারা সব রকম বিপদে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এছাড়া হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
বিএনপির নেতারা জানান, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শন করে তাদের সহযোগিতা করা হচ্ছে। হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের পাশে বিএনপি সবসময় রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা, সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নেওয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজও করছেন বিএনপির নেতাকর্মীরা। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনে নেতৃত্ব দেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। উপস্থিত ছিলেন নাজিমুর রহমান। এরশাদ উল্লাহ বলেন, সংখ্যালঘু বলে দেশে কিছু নেই। সবাই দেশের নাগরিক। হিন্দু–মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক আমরা। হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জান–মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
নাজিমুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের ভয়ভীতি দূর করতে আমরা প্রতিটি পাড়া–মহল্লায় গিয়ে মন্দির পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছি এবং তাদের সঙ্গে মতবিনিময় করছি। মন্দিরগুলো পাহারায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজম, বিভাগীয় শ্রমিকদলের সহসভাপতি মো. ইদ্রিছ মিয়া, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, সাধারণ সম্পাদক ফিরোজ খান, বিএনপি নেতা জাফর আহম্মদ, মো. ইয়াছিন, মো. ইউছুপ, আবুল কালাম, দিদারুল আলম হিরামন, ছাত্রদল নেতা খোরশেদ আলম রুবেল, আরিফুর রহমান, মো. তারেক, মো. রিকু, নুর উদ্দীন, মো. আজগর, মো. রাশেদ, মো. বাপ্পী, মো. তৈয়ব, মো. টিপু, মো. জাবেদ ও মো. জিদান।