মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ফ্যাসিলিটিজ ভবন নির্মাণের জন্য জমির রেজিস্ট্রারী কবলা (দানপত্র) সম্পাদন করা হয়েছে। জমি দাতারা হলেন আমিনুর রশিদ কাদেরী, মোরশেদুল আলম কাদেরী, খোরশেদুল আলম কাদেরী। গতকাল তারা বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্যরুপে বিদ্যালয় পরিচালনা কমিটির বরাবরে উক্ত দলিল প্রতিষ্ঠানের কার্যকরী কমিটির সভাপতি এবং অতিরিক্ত বিভাগ কমিশনার নুরুল্লা নুরীর কার্যালয়ে হস্তান্তর করেন।দানপত্র দলিল হস্তান্তর করেন জমিদাতা শিক্ষানুরাগী আমিনুর রশিদ কাদেরী, মোরশেদুল আলম কাদেরী, খোরশেদুল আলম কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তার, সহকারী প্রধান শিক্ষক নারগিছ আকতার, সিনিয়র প্রধান শিক্ষক মাওলানা মুজিবর রহমান। উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম নূরুল হুদা কাদেরী ১৯৬৭ সালে এক একর এক শতক জমির উপর তার মা সায়েরা খাতুন কাদেরীর নামে বিদ্যালয়টি স্থাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।