চট্টগ্রামের মোহরা গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জমজমাট আয়োজনে শেষ হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি স্কুল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের সহ–সভাপতি সাহেদা সালাম। স্কুলের প্রিন্সিপাল সৈয়দা সেলিনা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নাজমা আহমেদ, খাদিজা কাদের, ফাতেমা আমান, দিলওয়ারা বেগম ও রেশমা খানম। উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের কর্মকর্তাবৃন্দ। মোহরা স্কুলের বার্ষিক প্রতিযোগিতার মধ্যে ছিল– ১০০ মিটার দৌড়, মোরগ লড়াই, দড়ি লাফানো, চকলেট দৌড়, দুই পায়ের মাঝখানে বেলুন রেখে দৌড়, একই রঙের বাছাইকৃত বল দৌড়, মাথার উপর খাতা রেখে ব্যালেন্স দৌড়, ব্যাঙ লাফানো দৌড়, সঠিক জুতা পরা দৌড় ও মার্বেল মুখে নিয়ে দৌড়।