আইপিএলে শুরু থেকে যোগ দিলেও দিল্লি ক্যাপিটালের পক্ষে মাঠে নামা হয়নি মোস্তাফিজের। চতুর্থ ম্যাচে এসে খেলার সুযোগ পেলেও মাঠে নামাটা সুখকর হলো না মোস্তাফিজের। প্রথম ম্যাচেই হারের স্বাদ নিতে হলো কাটার মাস্টারকে। তার দল টানা চতুর্থ ম্যাচে হারল।
গতকাল মুম্বাইয়ের কাছে হেরেছে দিল্লি ৬ উইকেটে। মুম্বাই পেল প্রথম জয়। তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল মুম্বাই ইন্ডিয়ান্স। আর দিল্লি এখনো জয়হীন। বল হাতে প্রথম ওভারটি মোটেও সুখকর ছিলনা মোস্তাফিজের। প্রথম ওভারে দেন ১৩ রান। তবে দ্বিতীয় ওভারে ফিরেন দারুণভাবে। দিয়েছেন মাত্র দুই রান। তৃতীয় ওভারে ৮ দিয়ে নিয়েছেন রোহিত শর্মার উইকেট। শেষ ওভারে দুটি ছক্কা হজম করতে হয়েছে মোস্তাফিজকে। ফলে চার ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
গতকাল প্রথমে ব্যাট করতে নামা দিল্লি ক্যাপিটাল শুরুটা ভালোই করেছিল। কিন্ত ডেভিড ওয়ার্নার এক প্রান্ত ধরে রাখলেও অপর প্রান্তে কেউ তাকে সঙ্গ দিতে পারছিলনা। এই অস্ট্রেলিয়ান ফিরেছেন ৪৭ বলে ৫১ রান করে। তবে শেষ দিকে এসে অঙর প্যাটেল টেনেছেন দলকে। তার ২৫ বলে ৫৪ রানের উপর ভর করে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১৭২ রান।
জবাবে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স শুরু করে ঝড়ের বেগে। দুই ওপেনার রোহিত এবং ইশান কিশান মিলে তুলে নেন ৭১ রান। ৩১ রান করে ইশান কিশান ফিরেন রান আউট হয়ে। দ্বিতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে ৬৮ রান যোগ করেন রোহিত। ২৯ বলে ৪১ রান করে ফিরেন তিলক। এরপর রোহিত দলকে টানলেও তৃতীয় ওভারে বল করতে এসে মোস্তাফিজ ফেরান রোহিত শর্মাকে। মুম্বাই অধিনায়ক ফিরেন ৪৫ বলে ৬৫ রান করে। শেষ ওভারে ৫ রান দরকার হলেও কম নাটক হয়নি। প্রথম বলে এক রান আসার পর দ্বিতীয় বলে ক্যাচ মিস। তৃতীয় বলটি আম্পায়ার ওয়াইড দিলেও রিভিওতে বাতিল। চতুর্থ বলে একরান পঞ্চম বল ডট। শেষ বলে দরকার দুই রান। ডেভিড দুই রান নিয়ে ম্যাচ জিতিয়ে দেন মুম্বাইকে।