মোস্তাফিজসহ সাবেক দুই এমপির আয়কর নথি জব্দের আদেশ

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও চট্টগ্রাম১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। গতকাল রোববার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। খবর বাসসের।

সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি হিসেবে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অর্জিত ১৮ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৫৮০ টাকা ও ২১টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেন। উক্ত লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর, হস্তান্তর বা রূপান্তর করে এবং তার নিজ নামে ৯৮ লাখ ৬৭ হাজার ৯৯২ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করার দায়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭() ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর () ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪() এবং ৪() ধারায় মামলা দায়ের করা হয়।

সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লক্ষ ৭ হাজার ২২৩ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রাখেন। এছাড়া ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২০০২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকার এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর/স্থানান্তর করেন। হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫() এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪() ও ৪() ধারায় শাস্তিযোগ্য অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে আবেদনকারীর নিকট তদন্তাধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব নিয়ে আলোচনা, সিদ্ধান্ত হয়নি
পরবর্তী নিবন্ধবৈষম্যের অবসান ঘটানোই ছিল একুশের চেতনা