২৬ বছর পর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম পর্ব গত ৬ ডিসেম্বর বাঁশখালীতে হয়। দ্বিতীয় পর্বের কাউন্সিল গতকাল চট্টগ্রাম শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন নেতৃত্ব আসতে পারে–এমন জল্পনা ছিল। তবে সভাপতি পদে বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক আবদুল গফুর বহাল রয়েছেন। কাউন্সিলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি মৌখিক ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে সমর্থন নিয়ে তাদের নাম ঘোষণা করেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দীন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, কোষাধ্যক্ষ দৈনিক পূর্বদেশের সম্পাদক মুজিবুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুল হক, দপ্তর সম্পাদক আবু জাফর, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, সহ–দপ্তর সম্পাদক বিজয় বড়ুয়া, সিনিয়র সদস্য ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, বাঁশখালী পৌরসভার মেয়র তোফাইল বিন হোছাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, জেলা পরিষদ সদস্য নুরুল মোস্তফা চৌধুরী সংগ্রাম, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম, সরলের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক
তাজুল ইসলাম, বৈলছড়ির চেয়ারম্যান কফিল উদ্দিন, কাথরিয়ার চেয়ারম্যান ইবনে আমিন, শীলকূপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, খানখানাবাদের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, শেখেরখীলের সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন তালুকদার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাওকাতুন নুর চৌধুরী প্রিয়তা প্রমুখ।
এদিকে গতকালের সম্মেলনে সভাপতি পদে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বিপক্ষে অন্য কোনো প্রার্থী না থাকলেও সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও বাহারছড়ার চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম প্রার্থী ছিলেন।
১৯৯৬ সালে নাপোড়ায় সম্মেলনে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের বাঁশখালী উপজেলা কমিটি গঠন করা হয়। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক রণতোষ দাশ ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রায়হানুল হক চৌধুরীকে বহিষ্কার করা হয়। পরে ২০০২ সালে এমপি সুলতানুল কবির চৌধুরী (প্রয়াত) পরে অধ্যাপক আবদুল গফুরকে সাধারণ সম্পাদক, মো. এনামকে যুগ্ম সম্পাদক এবং মহিউদ্দিন চৌধুরী খোকাকে সাংগঠনিক সম্পাদক পদে পদায়ন করা হয়েছিল। সেই থেকে তারা এসব পদে আছেন।
এদিকে দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ বলেন, আগামী ১২ ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের পর বাঁশখালী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করা হবে।