গত বছরের ন্যায় এবারও ১০ টাকার ইফতারের আয়োজন করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরো মাসব্যাপী গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে কোরানে হাফেজ ও শ্রমজীবী মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। এতে একজন রোযাদারের জন্য ইফতার সামগ্রী হিসেবে আছে খেজুর, আলুরচপ, বেগুনি, পিয়াজু, ২৫০ গ্রাম ফিন্নি, ১০০ গ্রাম ছোলা, জিলাপি ও কলা।
ইফতারি বিতরণ করা হয় কাট্টলী জাকেরুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায়। প্রেস বিজ্ঞপ্তি।