মোস্তফা হাকিম ফাউন্ডেশন ও হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের সংবর্ধনা

| মঙ্গলবার , ১০ অক্টোবর, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

হযরত গাউছুল আজম শাহ্‌ সুফী সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (.) এর ১৫৮ তম খোশরোজ শরীফ উপলক্ষে সাবেক মেয়র এম মনজুর আলম প্রতিষ্ঠিত মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গতকাল সোমবার মোস্তফা হাকিম কলেজের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাইজভাণ্ডারী গানের রচয়িতা, সুরকার, কাউয়ালদের সংবর্ধিত করা হয়। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক মেয়র মোহাম্মদ মনুজর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহমদিয়া মনজিলের সাজ্জাদানশীন হযরত শাহ্‌ সুফী সৈয়দ সহিদুল হক আল মাইজভাণ্ডারী (মা.জি..)। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম শিল্প গ্রুপের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ সাইফুল আলম। আলোচনা করেন শাহজাদা সৈয়্যদ নাবিদ হাছান, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, বাদশা আলম, মাওলানা সৈয়দ ইউনুস রজভী। অনুষ্ঠানে সংবর্ধিত শিল্পীদের হাতে সম্মাননা স্মারক ও সম্মানী তুলে দেন অতিথিবৃন্দ। সম্মাননা গ্রহণ করেনআবদুল্ল মান্নান কাউয়াল, আহমদ নুর আমিরী, আবদুল মালেক কাউয়াল, আহমদ নবী আমিরী, ইদ্রিছ কাউয়াল নুরী, কবিয়াল রমেশ শীলের পক্ষে চিত্তরঞ্জন শীল, আবদুল গফুর হালীর পক্ষে এনামুল হক, টুনু কাউয়ালের পক্ষে সৈয়দ নাছির উদ্দিন কাউয়াল, সেলিম নিজামীর পক্ষে ইয়াছমিন নিজামী তাদের অনুুভূতি ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুলের প্রতি মানুষের ভালোবাসা আজন্ম
পরবর্তী নিবন্ধওমানে ছয়তলা ভবন থেকে পড়ে প্রবাসীর মৃত্যু