আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলমের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার আলহাজ্ব মোস্তফা–হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত ও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে বিনিময় করেন সাবেক মেয়র।
সভায় সভাপতিত্ব করেন সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম। আলোচনায় অংশ নেন মোস্তফা–হাকিম কলেজের প্রিন্সিপ্যাল মোহাম্মদ আলমগীর, ভাইস প্রিন্সিপ্যাল মাহফুজুল হক চৌধুরী, টিএম কলেজের অধ্যক্ষ আসলাম হোসেন, নির্বাহী পরিদর্শক বাদশা আলম সহ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধানগণ।
সভায় আগামী ১৭ মার্চ ‘ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে’ চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা ও পুরস্কার বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












