মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কারবালা মাহফিল

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

মোস্তফা হাকিম ওয়েফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চৈতন্যগলি বাইশ মহল্লা কবরস্থান সংলগ্ন সৈয়দ ইমাম হোসেন (র.) হাফেজিয়া মাদ্রাসা ও সৈয়দ ইমাম হাসান (র.) এতিমখানা প্রাঙ্গণে গতকাল বুধবার কারবালা মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক চসিক মেয়র এম মনজুর আলম। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক সৈয়দ ইউনুছ রজবী। আলোচক হিসেবে ছিলেন মাওলানা সামসুল আলম সিদ্দিকী, মাওলানা আব্দুল হাকিম ও মাওলানা আব্দুল মান্নান।বক্তারা বলেন, মহররম মাসটিতে ঘটেছে পৃথিবীর ইতিহাসে নানা বিরল ঘটনা। ইসলামের কর্ণধারগণ যুগ যুগ ধরে আমাদের যা শিখিয়ে গেছেন তা আমাদের পালন করা অপরিহার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, মোস্তফা-হাকিম কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, আলহাজ্ব সামসুল আলম, মো. ইব্রাহিম, মাহফুজুর রহমান, মো. তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছয় প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধটাইটেল স্পন্সর হলো আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক