মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু

| মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:২২ পূর্বাহ্ণ

শোহাদায়ে কারবালা মাহফিল উপলক্ষে সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাসব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু হয়েছে। হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে গতকাল সোমবার মোস্তফা হাকিম ভবন, এইচ.এম ভবন এবং ২১৮ দেওয়ানহাটস্থ কর্পোরেট হাউজে খতমে কোরআন , মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ১ মহররম চট্টগ্রাম জেলার কুমিরাস্থ কাজিপাড়া ফয়েজুননেছা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ ভিত্তিক মিলাদ ও দোয়া মাহফিল ৩০ মহররম পর্যন্ত চট্টগ্রাম নগর ও জেলার ৩০টি মসজিদে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেওয়ানহাটস্থ কর্পোরেট হাউজে দোয়া ও মিলাদ মাহফিল শেষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ এম.এ তাহের। প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মোহাম্মদ লিয়াকত আলী। প্রধান অতিথি বলেন, ১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাতের অমিয় সুধা পান করেন হযরত হোসাইন (রা🙂। তিনি বলেন, হিজরী বর্ষপঞ্জির প্রথম মাস মহররম তাৎপর্যমন্ডিত একটি মাস। তিনি আরো বলেন, মুসলিম ইতিহাসে এ মাসের ১০ তারিখে আসমানজমিন সৃষ্টি সহ পৃথিবীতে অনেক স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা সংঘটিত হয়েছে। তিনি মহররম মাসের মর্যাদা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। উপস্থিত ছিলেন হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম, নির্বাহী পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, পরিচালক মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ড. মোহাম্মদ লিয়াকত আলী। মিলাদ পরিচালনা করেন মাওলানা রাশেদুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির সোশিওলজি বিভাগের শিক্ষার্থীদের মাঠ পর্যায়ের সমীক্ষা
পরবর্তী নিবন্ধবান্দরবানের থানচিতে ছাত্রের মৃতদেহ উদ্ধার