বাঁশখালী সরকারি আলাওল কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আলী (৭৩) গত মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে….রাজেউন)।
তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়–স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার বিকেলে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় ২য় জানাজা শেষে জলদি গ্রামে পারিবারিক কবস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নুরুল আফছার, সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক প্রমুখ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।